ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

মমতার বিরুদ্ধে মুম্বাই আদালতের সমন জারি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
মমতার বিরুদ্ধে মুম্বাই আদালতের সমন জারি মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করেছেন মুম্বাই আদালত।  

বুধবার (২ ফেব্রুয়ারি) তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন চলার সময়ই এই সমন জারি করা হলো।

 

মুম্বাইয়ের মাঝগাঁওয়ে নগর দায়রা আদালতের বিচারক পিআই মোকাশি এই সমন জারি করেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সমন জারি করে ২ মার্চের আগে হাজিরা দিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে। তবে সশরীরে হাজিরা না দিয়ে আইনজীবীকে পাঠিয়েও মমতা নিজের বক্তব্য পেশ করতে পারবেন। এই সমন জারি নিয়ে এখন রাজ্যের রাজনীতিতে তোলপাড় চলছে।

মমতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি জাতীয় সংগীত আবমাননা করেছেন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যাতে শিল্পপতিরা এই রাজ্যে আসেন, তার জন্য একটি সভার আয়োজন করা হযেছিল। সেখানেই তিনি জাতীয় সংগীতের অবমাননা করেন। এসব কারণে মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক ব্যক্তি।

ওই ব্যক্তির অভিযোগ, সেই সভায় ভুলভাবে জাতীয় সংগীত গেয়েছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগের ভিত্তিতেই সমন জারি করেছেন মুম্বাই আদালত। বিজেপিও এ নিয়ে তখন সোচ্চার হয়েছিল।  

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করারও হুঁশিয়ারি দিয়েছে মুম্বাই বিজেপি।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।