ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খোলা মাঠে দুই লাখ কেজি গাঁজা পোড়াল পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
খোলা মাঠে দুই লাখ কেজি গাঁজা পোড়াল পুলিশ!

ভারতের অন্ধ্রপ্রদেশে প্রায় দুই লাখ কেজি গাঁজা একসঙ্গে জ্বালিয়ে দিয়েছে পুলিশ। গত দুই বছর ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করেছিল তারা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অন্ধ্রপ্রদেশ পুলিশের মহাপরিচালক গৌতম সাওয়াং সংবাদমাধ্যমকে বলেন, মাওবাদীরা রাজ্যের কৃষকদের গাঁজা চাষে উৎসাহিত করছে। ওড়িশার ২৩টি জেলায় এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ১১টি মণ্ডলে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ চলছিল।

পরিবর্তন আনতে পুলিশের ৪০৬টি বিশেষ দল ৩১৩টি গ্রাম ও ১১টি মণ্ডলে অভিযান চালায়। সেইসঙ্গে গাঁজা চাষের অপরাধে দেড় হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করে। মামলা দায়ের করে ৫৭৭টি। এছাড়া মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৩১৪টি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন গৌতম সাওয়াং।

এদিকে পুলিশের গাঁজা ধ্বংস করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি খোলা মাঠের মধ্যে গাঁজা স্তূপ। এরপর চিতায় আগুন দেওয়ার মতো লাঠির ডগায় আগুন জ্বেলে গাঁজার স্তূপে ধরিয়ে দেওয়া হয়। ধ্বংস করা এসব গাঁজার মূল্য আনুমানিক ২০০ কোটি টাকা।

আরও পড়ুন:
ভালো কাজের পুরস্কার, কর্মীকে মার্সিডিজ দিলেন মালিক!
২০২২ ডুব দিয়ে যুবকের বর্ষবরণ
সাপ মারতে গিয়ে পুড়ল ৭ কোটি টাকার বাড়ি!
চিঠি পাঠাতে কেন পায়রা বেছে নেওয়া হতো?
বিশ্বের সবচেয়ে ‘নাক উঁচু’ লোক!

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩,২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।