সংযুক্ত আরব আমিরাতে বেশ কিছু সংখ্যক এফ-২২ জঙ্গি বিমান পাঠিয়েছে আমেরিকা। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ওপর পাল্টা হামলা জোরদারের লক্ষ্যে এ বিমান পাঠানো হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানায়, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল-জাফরা বিমান ঘাঁটিতে মার্কিন এফ-২২ বিমান পৌঁছেছে। ওই ঘাঁটিতে আমেরিকার ২০০০ সেনা মোতায়েন রয়েছে। এর মাধ্যমে মূলত আমেরিকা সংযুক্ত আরব আমিরাতের প্রতি তার সমর্থনের কথা প্রকাশ করল।
মার্কিন বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সমন্বয় করে পঞ্চম প্রজন্মের এ সমস্ত বিমান আমিরাতের বিমান ঘাঁটিতে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।
তবে কত সংখ্যক বিমান ও বৈমানিক সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হচ্ছে তা মার্কিন কর্মকর্তারা পরিষ্কার করেননি। অবশ্য মার্কিন বিমান বাহিনী একটি ছবি প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে আরব আমিরাতের আল-জাফরা বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে রয়েছে ছয়টি এফ-২২ বিমান।
সূত্র: রয়টার্স
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এসআরএস