বিশ্ব ভালোবাসা দিবসে ‘সংস্কৃতি বিরোধী’ ভ্যালেন্টাইনকে প্রতীকীভাবে ফাঁসি দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের তরুণরা।
স্পুটনিক নিউজের প্রতিবেদনে বলা হয়, আগ্রায় একটি কুশপুতুল রাস্তায় টাঙাতে দেখা যায় কয়েকজন তরুণকে।
মূলত পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে এভাবেই ভালোবাসা দিবসের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান যোগী আদিত্যনাথের অনুসারী তরুণরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে, অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদের সদস্যরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগ্রার পার্কে কোনো যুগলকে ভ্যালেন্টাইন্স ডের দিন দেখা গেলে তাদের বিয়ে দেওয়া হবে।
আগ্রার আরেকটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডেতে কোনো যুগলকে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ দেখা গেলে তাদের মুখে কালি মেখে দেওয়া হবে।
সংগঠনের নেতাকর্মীরা বলছেন, ভ্যালেন্টাইন্স ডে আমাদের সংস্কৃতি নয়। বিদেশে তা পালিত হতো। পশ্চিমা দেশগুলো সংস্কৃতির আদলে তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
জেএইচটি
In UP's Agra, members of a right-wing group hang effigy of "valentine" to mark their protest against Valentine's Day celebrations. pic.twitter.com/ogRLrSFmBv
— Piyush Rai (@Benarasiyaa) February 13, 2022