সৌদি আরবে এবার নারী ট্রেনচালক নেওয়া হচ্ছে। একটি রেল কোম্পানি নিয়োগ দেবে ৩০ জন নারী চালক।
যারা চাকরি পাবেন, তাদের এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপর তারা দেশটির পবিত্র শহর মক্কা ও মদিনার মধ্যে উচ্চ-গতির ট্রেন চালানোর সুযোগ পাবেন।
এবারই প্রথম সৌদি আরবে এরকম কোনো পদে নারী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
সম্প্রতি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করছে সৌদি আরব। শুধু তেল-নির্ভর অর্থনীতিকে বহুমুখী করার জন্যই সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের এই প্রচেষ্টা।
রক্ষণশীল সৌদি আরবে কয়েক বছর আগেও নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। সেখানে অভিভাবকত্ব আইন শিথিল করে নারীদের আগের চেয়ে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
নিউজ ডেস্ক