ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ইউক্রেনে হামলা হলে নিষেধাজ্ঞা দিয়ে কী হবে!’

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
‘ইউক্রেনে হামলা হলে নিষেধাজ্ঞা দিয়ে কী হবে!’ ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার ওপর এখনই অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

 

ইউক্রেসের প্রেসিডেন্ট বলেন, বোমা মারার পর নিষেধাজ্ঞা আমাদের প্রয়োজন নেই। রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে, তাহলে তাদের ওপর কী ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে—সেটি এখনই সবার সামনে তুলে ধরা দরকার। যুদ্ধ শুরু হলে কী হবে, সেটি তাদেরও জানা দরকার, আমাদেরও।  

যুদ্ধ শুরুর পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ নেই জানিয়ে ভলোদিমির জেলনস্কি বলেন, আমাদের দেশে বোমা হামলা শুরু হলে এবং গুলি চালানোর পর আমাদের কোনো সীমানা থাকবে না বা আমাদের কোনো অর্থনীতিও থাকবে না...। তাহলে এসব নিষেধাজ্ঞা দিয়ে আমরা কী করব? 

এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে চলা নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ইউক্রেইনে আগ্রাসন হলে মস্কো ‘মারাত্মক’ পরিণতি ভোগ করবে।  

কমলা হ্যারিস বলেন, আমরা সবাই এ বিষয়ে অবগত, ইউক্রেইনকে ঘিরে চলমান উত্তেজনায় ইউরোপীয় নিরাপত্তার ভিত সরাসরি হুমকির মুখে পড়েছে। ইউক্রেনে হামলা হলে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। হামলা চালালে রাশিয়াকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চল সীমান্তে পরিদর্শনে গিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্টিরস্কি। তার সঙ্গে ছিলেন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএস’র একটি দল ও অন্য সাংবাদিকরা।
 
তারা সীমান্তের কাছে পৌঁছালে মর্টার শেল বিস্ফোরণ হতে থাকে। সেখানে কয়েক’শ মিটারের মধ্যে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ‘অল্পের জন্য বেঁচে যান’ তারা। বিস্ফোরণে কেউ আহত হননি।  

ওই এলাকা ছাড়ার আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেনিস মোনাস্টিরস্কি বলেন, রুশ সেনাবাহিনীর সদস্যরা ইউক্রেন সীমান্তের দিকে আগ্রসর হচ্ছেন। সেখানে আমাদের সৈন্যদের সঙ্গে কথা বলেছি। তারা যেকোনো পরিসিস্থিতির জন্য প্রস্তুত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।