বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে পাঁচটি রুশ বিমান এবং একটি হেলিকপ্টার গুলি চালিয়ে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন।
ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, যৌথ বাহিনী কমান্ডের মতে, আক্রমণকারীদের পাঁচটি বিমান এবং একটি হেলিকপ্টার গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেনের শহরগুলোতে হামলার কথা অস্বীকার করলেও মস্কোর দাবি, সামরিক অবকাঠামো ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেশটি।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এনএসআর