রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পার্লামেন্টের বাইরে পুতিন সম্পর্কে এ মন্তব্য করেন তিনি।
পেত্রো পোরোশেঙ্কো ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিন সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনবাস অঞ্চলে পূর্ণমাত্রার সামরিক অভিযানের নির্দেশ দেন। এরপর দেশটির পূর্ব, দক্ষিণ ও উত্তর সীমান্তে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের স্টেট বর্ডার গার্ড সার্ভিস (এসবিজিএস)।
এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য পেত্রো পোরোশেঙ্কো বলেন, আজ একটি ট্রাজিক দিন। তবে যুদ্ধে ইউক্রেন বিজয়ী হবে।
এর আগে ইউক্রেনের সীমান্তে এক লাখ ৯০ হাজার রুশ সেনা মোতায়েনের কারণে পশ্বিমা বিশ্ব ধারণা করছিল মস্কো হয়তো কিয়েভে হামলা চালাবে। তবে রাশিয়া এ দাবি প্রত্যাখ্যান করে আসছিল এতদিন।
এর মধ্যে পুতিনের সামরিক অভিযানের ঘোষণা পশ্চিমাদের ধারণা ‘সত্য’ হিসেবে প্রমাণ করলো।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এনএসআর