চলমান রুশ আগ্রাসনের মধ্যেই নতুন এক নির্দেশনা জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষেরা সে দেশের সীমানা ত্যাগ করতে পারবেন না।
তবে এই বয়সের পুরুষদের সেনাবাহিনীর কাজে লাগানো হবে কিনা, সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।
ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশটিতে কমপক্ষে ৫৭ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। তবে এই সংখ্যাটি যাচাই করা সম্ভব হয়নি।
অপরদিকে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে শুরু হওয়া রুশ আগ্রাসনের প্রথম দিনে দেশটিতে অন্তত ১৩৭ জন মারা গেছেন।
প্রথম দিনের অভিযান শেষে রাশিয়া নিজেদের ‘সফল’ বলে উল্লেখ করেছে। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনেই তারা সব লক্ষ্য ছুঁয়ে ফেলেছে।
তবে ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, খারকিভের কাছে রাশিয়ার চারটি যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা। এছাড়া লুহানস্ক অঞ্চলে ৫০ জন রুশ সেনা নিহত হয়েছেন। ছয়টি রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেন। তবে এই দাবি অস্বীকার করেছে রাশিয়া।
সূত্র: সিএনএন, আনন্দবাজার
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এনএসআর