ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোয় হুমকিতে পুরো দেশের মানুষ ও স্থাপনা। এই হামলার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আজ এক ভিডিও বার্তায় বলেছেন, রাজধানী কিয়েভেই থাকবেন।
তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্রপ্রধানকে ধ্বংস করে পুরো ইউক্রেন ধ্বংস করতে চায় রাশিয়া।
জেলেনস্কি আরো বলেছেন, শত্রুরা আমাকে এক নম্বর টার্গেটে রেখেছে। দ্বিতীয় টার্গেট তাঁর পরিবার রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেছেন, রাজধানী কিয়েভের সরকারি বাসভবনেই থাকছেন এবং তার পরিবারের সদস্যরা ইউক্রেনে রয়েছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেছেন, শত্রুরা কিয়েভে প্রবেশ করেছে। এ ব্যাপারে তথ্য রয়েছে। অবশ্য এ ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
সূত্র: ইনসাইডার, সাউথ চায়না মর্নিং পোস্ট।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এসআইএস