চলছে রাশিয়া ইউক্রেন তুমুল লড়াই। অনেকটাই অসমশক্তির এই লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রাশিয়া।
সোমবার রাতে এক টিভি ভাষণে এ ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
খারকিভে রাশিয়া যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, শান্তিকামী ইউক্রেনিয়ানদের হত্যার জন্য বিশ্বের কেউ রাশিয়াকে ক্ষমা করবে না। ক্ষতিকর - মিসাইল নিক্ষেপ, বোমাবাজি অতিসত্বর বন্ধ করা উচিত।
এদিকে দুই দেশের মধ্যে যুদ্ধের বিষয়ে কোনো সমাধান ছাড়ায় শেষ হয়েছে সোমবারের রাশিয়া-ইউক্রেনের প্রথম দিনের বৈঠক।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আরআইবি এবং আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টা ৫৫ মিনিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।
এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। তারা পাশের তিনটি দেশে শরণার্থী হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এসআইএস