ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ গোলায় প্রাণ গেল ৭০ ইউক্রেনীয় সেনার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মার্চ ১, ২০২২
রুশ গোলায়  প্রাণ গেল ৭০ ইউক্রেনীয় সেনার

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের শহর ওখতিরকায় রাশিয়ার আর্টিলারি (কামান) বাহিনীর হামলায় দেশটির ৭০ জন সেনা নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার (১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সামি অঞ্চলের জ্যৈষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা দিমিত্রো জাভায়েৎস্কি বলেন, রোববার এই আর্টিলারি হামলা চালানো হয়। এতে ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপ থেকে মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, আর্টিলারি হামলায় সেখানকার অধিকাংশ সেনা মারা গেছেন। এখন ওখানে নিহত সেনাদের সমাধিস্ত করার কাজ চলছে।

বিপরীতে সেখানে বেশ কিছু রুশ সেনার মরদেহ পড়ে ছিল বলেও দাবি করেছেন এই প্রশাসক। তাদের মরদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানান তিনি।

তবে দিমিত্রো জাভায়েৎস্কির এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ১, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।