রাশিয়ার সেনাবাহিনী দখলে নিয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। বুধবার ভোর ৬টার দিকে পুরো শহর দখলে নেয় তারা।
জানা গেছে, খারকিভ শহরের পতনের পর আকাশ থেকে প্যারাশ্যুট দিয়ে নেমে আসছেন রুশ সেনারা। এ খবর নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা বলছেন, বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আকাশ থেকে হামলা চালানো শুরু হয়।
রুশ সৈন্যরা স্থানীয় সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে বলে দাবি করে ইউক্রেন সেনাবাহিনী বিবৃতি দিয়েছে।
খারকিভে রুশ ভাষাভাষী মানুষের বাস। মঙ্গলবার শহরের কেন্দ্রস্থলে হামলা চালায় রাশিয়া। এছাড়া আবাসিক এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যায়। সেখানে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেন।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
নিউজ ডেস্ক