ইউক্রেনের খারকিভ মেডিকেল ইনস্টিটিউটের এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র রোহান চৌধুরী।
বোনের বিয়েতে অংশ নিতে ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা ছিল তার।
২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর কয়েক দিনের যুদ্ধ পরিস্থিতিতে বদলে যায় সবকিছু।
কারফিউ থাকায় ঘরের বাইরে যাওয়া বন্ধ। দিনের বেলা সীমিত সময়ের জন্য কারফিউ শীতল হয়। তখন খাবার আর জরুরি কাজ সারতে বাইরে যাওয়া যায়।
রোহান জানান, খাবার কিনতে গিয়ে দেখা যায় দোকান বা শপিংমলগুলোতে খাবারের সংকট। একদিকে সরবরাহ কম, অন্যদিকে গুণতে হচ্ছে বাড়তি দাম। ব্যাংক থেকেও টাকা তোলা যাচ্ছে নির্দিষ্ট পরিমাণ।
খারকিভের যেখানে রোহান আছেন, সেখানে ব্যাপক বোমা হামলা ও গোলাবর্ষণ হবে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
তবে পূর্ব-ইউক্রেন সীমান্তের কাছাকাছি হওয়ায় এখান থেকে পোল্যান্ড সীমান্তের দিকে রওনা দেওয়ার সাহস পাচ্ছেন না রোহান। তিনি জানান, ট্রেন চলছে। তাতে ইউক্রেনীয় নারী ও শিশুরাই অগ্রাধিকার পাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এনএসআর