ইউক্রেনের রাজধানী কিয়েভ এখন প্রতি মুহূর্তে হামলার প্রহর গুণছে। শহরটিতে বিশাল বহর নিয়ে যেকোনো সময় অনুপ্রবেশ করতে পারে রাশিয়ার সেনারা।
ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে স্থানীয় বাসিন্দারা কেউ বাঙ্কারে, কেউ বা মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন। তারপরেও সেই কিয়েভে খোলা আকাশের নিচে দেখা গেল মানুষের দীর্ঘ লাইন।
স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, প্রাণের ভয় থেকেও বড় সমস্যা এখন ক্ষুধা। সাতদিনের যুদ্ধে বাড়িতে রাখা সব খাবার শেষ হয়ে গেছে। ক্ষুধার জ্বালা শিশুরা তো বটেই, সহ্য করতে পারছেন না বড়রাও। ফলে বাধ্য হয়েই খাবারের জন্য রাস্তায় নামতে হয়েছে তাদের।
আর দোকান থেকে প্রায় ‘আধা কিলোমিটার’ জুড়ে সেই লাইনের ছবি ধরা পড়েছে মহাকাশ থেকে। কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে।
কিয়েভের মতোই ইউক্রেনের আর এক শহর চার্নিহিভেও ধরা পড়েছে একই দৃশ্য। যুক্তরাষ্ট্রের ওই উপগ্রহ চিত্রে এর আগে ধরা পড়েছিল রাশিয়ার প্রায় ৬৪ কিলোমিটার দীর্ঘ সেনা সাঁজোয়ার ছবিও।
ম্যাক্সার নামে ওই কৃত্রিম উপগ্রহের ছবিতে ধরা পড়েছে বোমা বর্ষণে বিধ্বস্ত বাড়ির ছবিও। তাতে দেখা গেছে কালো ধোঁয়াও।
এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর বৃহস্পতিবার (৩ মার্চ) যুদ্ধ গড়িয়েছে অষ্টম দিনে। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে ১০ লাখের বেশি মানুষ।
জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে, এক সপ্তাহেরও কম সময়ে এত বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে যে, ‘শতাব্দীর বড় শরণার্থী সংকট’ তৈরি হতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এনএসআর