রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের একজন মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি (৪৭) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় নিহত হয়েছেন।
এ নিয়ে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের সপ্তাহখানেকের মাথায় রুশ জেনারেলের মৃত্যুর তথ্য সামনে এলো।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (০১ মার্চ) ইউক্রেনের সামরিক বাহিনীর হামলায় জেনারেল সুখভেতস্কি মারা যান। তার মৃত্যুর সময়কার পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফক্স নিউজ। অবশ্য রুশ সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, তিনি ‘ইউক্রেনে একটি বিশেষ অভিযানের সময়’ নিহত হয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সামরিক বাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার হিসেবে জেনারেল সুখভেতস্কিকে নিয়োগ দিয়েছিলেন।
এছাড়াও তিনি ৭ম এয়ারবোর্ন ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্বপালন করছিলেন। অবশ্য রাশিয়ার বাইরে জেনারেল সুখভেতস্কির এটি প্রথম কোনো অভিযান ছিল না।
তাস জানিয়েছে, জেনারেল সুখভেতস্কি এর আগে সিরিয়ায় কাজ করেছেন। সাহসিকতার জন্য তিনি রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে দুই দফায় পুরস্কারে ভূষিত হয়েছেন।
এ বিষয়ে ইউক্রেনের সাবেক অবকাঠামো বিষয়ক মন্ত্রী ভলোদিমির অমেলিয়ান ফক্স নিউজকে বলেন, সত্য হচ্ছে আমরা জেনারেল সুখভেতস্কিকে হত্যা করেছি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর দেশটির সাবেক মন্ত্রী ভলোদিমির অমেলিয়ান হাতে অস্ত্র তুলে নিয়েছেন এবং কিয়েভের মিলিশিয়াদের সঙ্গে যোগ দিয়েছেন।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং এ পর্যন্ত এক হাজারেরও বেশি লোক নিহত বা আহত হয়েছে। জাতিসংঘ বলছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আগ্রাসনের নির্দেশ দেওয়ার পর থেকে ১০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন থেকে পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এনএসআর