রাশিয়ার সঙ্গে চীনের বন্ধুত্ব পাথরের মতো দৃঢ় বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মস্কো ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতার সম্ভাবনা অনেক বিস্তৃত বলেও জানান তিনি।
সোমবার চীনের পার্লামেন্টের বার্ষিক সভার এক ফাঁকে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। খবর আল-জাজিরার।
এর আগে গত সপ্তাহে চীন জানিয়েছিল, তারা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে ভূমিকা রাখতে প্রস্তুত।
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের বিষয়ে ভারসাম্যমূলক ভূমিকা রাখার চেষ্টা করছে চীন সরকার। ইউক্রেনে হামলার নিন্দা বা সমর্থনে কোনো মন্তব্য এখনো তারা করেনি। চীনা সরকার ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করতেও অস্বীকার করেছে।
যুদ্ধের ১২তম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চার শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ঘোষণা অনুযায়ী কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমি শহরে ‘মানবিক করিডর’ চালু হয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, যুদ্ধের কারণে ইউক্রেনের ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
এমজেএফ