ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে কেন ব্যবহার হচ্ছে ‘জেড’ চিহ্ন? 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
ইউক্রেন যুদ্ধে কেন ব্যবহার হচ্ছে ‘জেড’ চিহ্ন? 

ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসন শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারি। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে বহু মানুষ হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

যুদ্ধ শুরুর পর ইউক্রেন ছেড়ে অন্তত ২০ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এই যুদ্ধের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে ইংরেজি জেড (Z) চিহ্নটি নিয়ে। রুশ সেনাদের ট্যাংক থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র—সব জায়গায় দেখা যাচ্ছে ‘জেড’ বর্ণটি। এক সময় ইউক্রেনের দখলে থাকা ক্রিমিয়া শহরের সেনা ট্যাংকে দেখা গেছে চিহ্নটি।   

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনের পক্ষে অনেক সমর্থককেও এই ‘জেড’ চিহ্নটি ব্যবহার করতে দেখা যাচ্ছে। এই চিহ্নটি এখন যুদ্ধের সমর্থনকারীদের প্রতীক হয়ে উঠেছে। নিজেদের বাড়ি, গাড়িতেও এই চিহ্ন ব্যবহার করা হচ্ছে।  

সম্প্রতি নিজের পোশাকের সামনে ‘জেড’ চিহ্ন ব্যবহার করে বিতর্কের জন্ম দেন রুশ জিমন্যাস্ট ইভান কুলিয়াক। তিনি ইউক্রেনের প্রতিদ্বন্দ্বী ইলিয়া কোভতানের সামনে এই পোশাকে আসেন। এরপর ইভানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আন্তর্জাতিক জিমন্যাসটিক ফেডারেশন।  

কেন এই চিহ্ন ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে ইভান কুলিয়াক বলেন, ‘আমি আমাদের সেনাকে এটা ব্যবহার করতে দেখেছি। এটার বিজয় এবং শান্তির প্রতীক। আমি কাউকে ছোট করতে চাইনি। আমি কেবল আমার জায়গাটা বুঝিয়ে দিয়েছি। একজন অ্যাথলেট হিসেবে আমি সর্বদা জয় এবং শান্তির জন্য লড়াই করি’।

অনেকে আবার এই ‘জেড’ চিহ্নকে ‘স্বস্তির প্রতীক’ হিসেবে তুলে ধরছেন।  

প্রসঙ্গত, রুশ অভিযানের ১৫তম দিনে প্রথমবারের মতো দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে রাশিয়া ও ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তুরস্কের আন্তালায়ায় এই বৈঠক শুরু হয় বলে জানায় আল-জাজিরা ও রয়টার্স।  

প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকে উপস্থিত রয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তারা এই মুহূর্তে ‘শান্তি আলোচনা’ চালিয়ে যাচ্ছেন।  

এর আগে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। এরপরই তুরস্কের উদ্যোগে এই আলোচনার আয়োজন করা হয়।

সূত্র: জি-নিউজবিবিসি

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।