ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান ইগর জোভকভা জানিয়েছেন, যে কোনো সময় সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় রাজি আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তবে, আলোচনায় রাশিয়ার এখন যে অবস্থান তা নিয়ে তিনি কোনো আপোষ করবেন না।
এ খবর জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
জোভকভা বলেন, বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। সে বৈঠক থেকে এখনও কোনো সুখবর পাওয়া যায়নি। এ বৈঠক থেকে কোনো সমাধান আসবে তেমনটা আশাও করেনি ইউক্রেন।
উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলে এলেও ইউক্রেনে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। নতুন নতুন শহরে হামলা শুরু করেছে তারা।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
জেডএ