যুক্তরাজ্য করোনা সংক্রান্ত সব ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে।
সোমবার (১৪ মার্চ) এই ঘোষণা দিয়েছে ব্রিটেন সরকার।
জানা গেছে, স্টার সানডে (২১ মার্চ) সামনে রেখে আগামী শুক্রবার থেকে যুক্তরাজ্য দেশটিতে ভ্রমণকারীদের ওপর করোনা সংক্রান্ত যে বিধি-নিষেধ ছিল সেগুলো প্রত্যাহার করবে।
এ বিষয়ে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, বিধিনিষেধ প্রত্যাহারের পর মানুষজন পূর্বের দিনগুলোর মতো ভ্রমণ করতে পারবে।
যুক্তরাজ্যের বিমান সংস্থাগুলো এমন সিদ্ধান্তে স্বাগত জানিয়ে জানায়, কিছু রুটে তারা মাস্ক পরিধান করার বিধান শিথিল করা শুরু করেছে।
করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করলেও ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে সংক্রমণ জানুয়ারি শেষের পর বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া প্রত্যাশিত। কারণ, গত ২৪ ফেব্রুয়ারি করোনা সংক্রান্ত সব অভ্যন্তরীণ বিধি-নিষেধ শিথিলের পর মানুষজন আগের থেকে বেশি সামাজিক মেলামেশা করছে।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যে করোনার সম্ভাব্য নতুন ধরন নজরদারি এবং নাগরিকদের নিরাপদ রাখতে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
জেডএ