ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মে মাসেই শেষ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
মে মাসেই শেষ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান আগামী মে মাসের মধ্যে শেষ হতে পারে। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারিস্টোভিচ এমন ধারণার কথা জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

একটি টেলিভিশনে দেওয়া বক্তব্যে অ্যারিস্টোভিচ বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রকৃত বিষয় নির্ভর করবে রাশিয়ার কী পরিমাণ রসদ রয়েছে এবং কতটুকু পর্যন্ত তারা এই ক্যাম্পেইন করতে চায় তার ওপর।  

তিনি বলেন, আমি মনে করি মে মাসের শেষ নয়, শুরুতে আমাদের একটি শান্তিচুক্তিতে পৌঁছানো উচিত। এক দুই সপ্তাহের মধ্যে সেনা প্রত্যাহারসহ একটি শান্তিচুক্তি হবে।

তবে রাশিয়া তাদের বহরে নতুন সেনা যুক্ত করলে ভয়াবহ অবস্থা হবে বলেও মন্তব্য করেন তিনি।

আবার সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের সেনাদের প্রতিরোধ এবং যুদ্ধপ্রস্তুতি মস্কোকে অবাক করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।