৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর জাপানের ফুকুশিমা উপকূল। এতে সেখানে সুনামিরসতর্কতা জারি করা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রের ৬০ কিলোমিটার (৩৬ মাইল) নিচে আঘাত হানে।
১১ বছর আগে ওই অঞ্চলে ৯.০ মাত্রার একটি মারাত্মক ভূমিকম্পের আঘাতে সৃষ্ট সুনামির কারণে সেখানকার পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বুধবারের ভূমিকম্পটি এমন এক সময় ঘটলো সযার মাত্র কিছিুদিন আগেই ফুকুশিমা বিপর্যয়ের ১১ তম বার্ষিকী স্মরণ করা হয়।
জাপানের আবহাওয়া সংস্থা মিয়াগি এবং ফুকুশিমা প্রিফেকচারের কিছু অংশে ৩ ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউয়ের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। দেশটির জাতীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে যে সুনামি এরই মধ্যে কিছু এলাকায় পৌঁছেছে।
ফুকুশিমা দাইচি পারমাণবিক প্ল্যান্ট পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংস জানিয়েছে তাদের কর্মীরা যে কোনো সম্ভাব্য ক্ষতির বিষয়টি পরীক্ষা করছেন।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ১৬ মার্চ, ২০২২
এমএমজেড