ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ১শ’ কিলার ড্রোন পাঠাবে ইউক্রেনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
যুক্তরাষ্ট্র ১শ’ কিলার ড্রোন পাঠাবে ইউক্রেনে ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইউক্রেনে ১০০টি কিলার-ড্রোন পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৭ মার্চ) এই ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন।

একজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ তথ্য দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। খবর: বিবিসি

এদিকে, বাইডেন প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলেছেন। হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, আমি মনে করি তিনি (পুতিন) একজন যুদ্ধাপরাধী।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।