ঢাকা, শুক্রবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

যুদ্ধ নিয়ে সন্তানদের কিছুই বলেননি জেলেনস্কি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
যুদ্ধ নিয়ে সন্তানদের কিছুই বলেননি জেলেনস্কি! স্ত্রী-ছেলেমেয়ের সঙ্গে ভলোদিমির জেলেনস্কি

রুশ আগ্রাসন ঠেকাতে প্রায় এক মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। যুদ্ধে বহু হতাহত ও শরণার্থী হয়েছে।

বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে ইউক্রেনের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

যুদ্ধ নিয়ে জেলেনস্কির সন্তানরা কী ভাবছেন, তারা কতটুকু খবর রাখছে-এসব বিষয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র এক সাক্ষাৎকার বিস্তারিত বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।  

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমার সন্তানরা নিশ্চিতভাবে জানে কী ঘটছে। যদিও তাদের এই জানা ভালো না খারাপ, সেটা আমি বুঝি না। আমি তাদের যুদ্ধ নিয়ে কিছু বলিনি। তারা আমাকে বলেছে, ইউক্রেনে প্রচণ্ড যুদ্ধ চলছে।

জেলেনস্কি বলেন, সৌভাগ্যবশত আমাদের সন্তানদের কিছু বোঝাতে হবে না। কারণ, ভিডিও ও খবরে তাদের প্রবেশাধিকার রয়েছে। আমার ছেলেকে এ বিষয়ে সচেতন হতে হবে। কারণ, আমার ছেলের ‘জীবিত’ থাকার অর্থ—ইউক্রেনের কিছু সেনা সদস্য তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করছে।

সন্তানদের সম্পর্কে জেলেনস্কি আরও বলেন, প্রথম দুই দিন আমরা যুদ্ধ সম্পর্কে মোটেও কথা বলিনি। তারা জানতে চায়নি, নিজেরাই চিন্তা করেছে।

প্রসঙ্গত, ওলেনা জেলেনস্কা ও  ভলোদিমির জেলেনস্কি দম্পতির দুই ছেলেমেয়ে।  

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।