ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর ২৬ দিন চলে গেছে। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ২৭ দিনের মতো যুদ্ধ করছে ইউক্রেনের সেনারা।
মঙ্গলবার (২২ মার্চ) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মোসকালকোভা বলেছেন, রাশিয়া ও ইউক্রেন প্রথমবার যুদ্ধ বন্দিদের বিনিময় করেছে। ৯ জন রুশ সেনাকে মুক্তি দেওয়া হয়েছে।
তাতিয়ানা মোসকালকোভা বলেন, ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়রকে ধরে নিয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দিয়েছে রুশ বাহিনী। মেয়রের বিনিময় রুশ ৯ সেনাকে মুক্তি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সেনারা সামরিক অভিযান শুরু করে গত ২৪ ফেব্রুয়ারি। রুশ হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
জেএইচটি