ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের শপিংমলে হামলা, নিহত ৪

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
ইসরায়েলের শপিংমলে হামলা, নিহত ৪ ইসরায়েলের শপিংমলে হামলা, নিহত ৪

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার ঘটনায় চার জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (২২ মার্চ) বীরশেবা শহরের বিগ শপিং সেন্টারের সামনে ছুরিকাঘাতে নিহত হন তিনজন।

হামলাকারী আরেকজনকে গাড়ি চাপা দেয়। পরে এক বাস চালকের গুলিতে নিহত হন হামলকারী ব্যক্তি।

জরুরি সেবা বিভাগের প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে পুলিশকে শপিংমলে উদ্ধার অভিযান চালাতে দেখা যায়।  

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা জানায়, হামলাকারীর নাম মুহাম্মদ গালেব আহমদ আবু আলকিয়ান। আলকিয়ান একজন ইসরায়েলি আরব।  
এক সময় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন করার কারণে কারাগারে ছিলেন। আলকিয়ান বীরশেবার ১৯ কিলোমিটার পূর্বে বেদুইন শহর হুরার একটি স্কুলে শিক্ষকতা করতেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ হামলার ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ হামলাকারীদের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়ার পরিকল্পনার অভিযোগে ২০১৫ সালে তাকে গ্রেফতার করা হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর কয়েক বছর কারাগারে থেকে ২০১৯ এ কারাগার থেকে মুক্তি পান।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।