ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় কাঠের গুদামে আগুন লেগে মারা গেছেন ১১ জন শ্রমিক।
বুধবার (২৩ মার্চ) ভোররাতে সেকেন্দ্রাবাদের ভইগুড়া এলাকায় ওই কাঠের গুদামে আগুন লাগে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার পর অন্যরাও গুদাম থেকে বাইরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু ধোঁয়ার ফলে অজ্ঞান হয়ে যান। এরপর আর তারা বেরোতে পারেননি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে গুদামে আগুন লেগেছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুদামের ভেতর আর কেউ আটকে রয়েছেন কি-না, তা জানার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। নিহতরা সবাই অভিবাসী শ্রমিক। তারা দেশটির আরেক রাজ্য বিহার থেকে কাজের জন্য সেখানে অবস্থান করছিলেন।
এদিকে এ ঘটনায় মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। সরকারি ব্যবস্থাপনায় তাদের মৃতদেহ বিহারে পাঠাবার ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এনএসআর
At least 11 people have been reported dead after a fire broke out in a scrap shop in #Telangana's #Secunderabad early morning on Wednesday, 23 March.
— The Quint (@TheQuint) March 23, 2022
Read more here: https://t.co/p5WomeZD1q pic.twitter.com/aupMCAkgoJ