ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলের চোরনোবাইভকাতে রাশিয়ান এক জেনারেলকে হত্যা করেছে ইউক্রেনের সেনাবাহিনী। দেশটির তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে।
তারা আরও জানায়, নিহত জেনারেলের নাম ইয়াকভ এজান্তেসেভ।
এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ইউক্রেনের সেনাবাহিনী জানায়, ইয়াকভ এজান্তেসেভ রুশ ফেডারেশনের দক্ষিণ সামরিক জেলার ৪৯তম সম্মিলিত সামরিক বাহিনীর কমান্ডার ছিলেন। তবে কোন সময় তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কিছু জানায়নি।
প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে। ধারণা করা হচ্ছে, যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন রুশ জেনারেল এবং ব্ল্যাক সি ফ্লিটের একজন ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
জেডএ