ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এটি যুদ্ধবিরতি নয়: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এটি যুদ্ধবিরতি নয়: রাশিয়া

তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

মঙ্গলবার (২৯ মার্চ) এ শান্তি আলোচনা হয়।

খবর: দ্য গার্ডিয়ান

এ বিষয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে ও আলোচনা পরবর্তী ধাপে নিয়ে যেতে কিয়েভে হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসেছে রাশিয়া।

মস্কো বলছে, তারা রাজধানী কিয়েভের চারপাশে এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে তাদের সামরিক তৎপরতা কমিয়ে দেবে।

এমন ঘোষণার পর অনেকেই ভাবছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে গেছে বা দুই পক্ষের মধ্যে পুরোপুরি যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। ঘটনা কিন্তু তা নয়।

বিষয়টি পরিস্কার করে রাশিয়ার প্রধান প্রতিনিধি ভ্লাদিমির মেডেনেস্কি বলেন, কিয়েভে হামলা চালানো হবে না মানে এই নয় যে ইউক্রেনেই হামলা করা বন্ধ করে দেবে রাশিয়া। এটি কোনো যুদ্ধবিরতি নয়।

মেডেনেস্কি বলেন, এ দ্বন্দ্ব ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার যে ইচ্ছে আমাদের আছে এটি তারই অংশ। আমরা চাচ্ছি অন্তত এখানে দ্বন্দ্ব বন্ধ হোক। ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আরও অনেক দূর পথ পাড়ি দিতে হবে।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এই এক মাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির অনেক শহর। প্রাণ হারিয়েছে অসংখ্য সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
জেডএ

***৪ দেশ থেকে ৪৩ রুশ কূটনীতিক বহিষ্কার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।