ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বাসঘাতকতার অভিযোগে সামরিক বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে তাদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি।
জেলেনস্কি বলেন, আজ অ্যান্টি-হিরোদের ব্যাপারে আরেকটি সিদ্ধান্ত হয়েছে। সব বিশ্বাসঘাতকদের মোকাবিলার সময় নেই আমার। তবে ধীরে ধীরে তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে।
ওই দুই কর্মকর্তার বরখাস্তের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যারা ইউক্রেনের জনগণের প্রতি আনুগত্যের সামরিক শপথ ভঙ্গ করবে, তাদের অবশ্যই উচ্চ সামরিক পদ থেকে সরিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শুক্রবার ৩৭তম দিনে গড়িয়েছে অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
এদিকে, ইউক্রেন নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
জেডএ