ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘পুতিন নিজের খোঁড়া গর্তে পড়েছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
‘পুতিন নিজের খোঁড়া গর্তে পড়েছে’ যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস

ইউক্রেন সামরিক অভিযান শুরু করে পুতিন নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছেন। এক সাক্ষাৎকারে এ কথা বলেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

শুক্রবার (১ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

ওয়ালেস বলেন, পুতিনের বাহিনী আর আগের মতো নেই। তার সেনাবাহিনী এখন ক্লান্ত। এই অভিযানে তার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এর মাধ্যমে রাশিয়ার এই বিশাল বাহিনীর খ্যাতি নষ্ট করা হয়েছে। আসলে নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছেন পুতিন।

তিনি বলেন, পুতিন ইউক্রেনের সঙ্গে যা করছেন তাকে শুধু এর পরিণতি নিয়েই বাঁচতে হবে না, বরং তিনি তার নিজের সেনাবাহিনীর সঙ্গে যা করেছেন তার পরিণতিও ভোগ করতে হবে।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শুক্রবার ৩৭তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। নিহত হয়েছেন অসংখ্য মানুষ।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।