ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ. কোরিয়ায় দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
দ. কোরিয়ায় দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

দক্ষিণ কোরিয়ায় দুই বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন শিক্ষানবিশ পাইলট এবং দুজন ফ্লাইট প্রশিক্ষক রয়েছেন।

শুক্রবার (০১ এপ্রিল) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কেটি-১ মডেলের দুটি প্রশিক্ষণ বিমান দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের পর্বতে বিধ্বস্ত হয়।

বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি অবতরণের চেষ্টা সত্ত্বেও দুই শিক্ষানবিশ পাইলট এবং দুজন ফ্লাইট প্রশিক্ষক নিহত হয়েছেন। সংঘর্ষের কারণ জানতে একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।

এছাড়াও ১৩০ জন সেনা, ৯৫ জন পুলিশ কর্মকর্তা এবং ৬০ জন দমকলকর্মী উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।