ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানের ছয় ঘনিষ্ঠ সহযোগীর ‘দেশত্যাগে নিষেধাজ্ঞা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
ইমরানের ছয় ঘনিষ্ঠ সহযোগীর ‘দেশত্যাগে নিষেধাজ্ঞা’

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছয় ঘনিষ্ঠ সহযোগীর ‘দেশত্যাগে নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে।  

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইমরানের ছয় ঘনিষ্ঠ সহযোগীর নাম ‘স্টপ-লিস্টে’ এনেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)।

এর মানে হলো, তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না।

ইমরানের ওই ছয় ঘনিষ্ঠ সহযোগী হলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আজম খান, রাজনৈতিক যোগাযোগ-বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিল, স্বরাষ্ট্র ও জবাবদিহি-বিষয়ক উপদেষ্টা শাহজাদ আকবর, পাঞ্জাবের দুর্নীতি দমন সংস্থার মহাপরিচালক গহর নাফিস, কেন্দ্রীয় তদন্ত সংস্থা পাঞ্জাবের (অঞ্চল-২) মহাপরিচালক মোহাম্মদ রিজওয়ান ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সোশ্যাল মিডিয়ার প্রধান আরসালান খালিদ।  

এফআইএ এর আগে পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের দেশত্যাগে বিধিনিষেধ দেয়।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।