প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ইমরান খান প্রথমবারের মতো জাতীয় সংসদে এসেছেন। এসময় পিটিআইয়ের নেতা-কর্মীরা তার পক্ষে স্লোগান দেন।
সোমবার (১১ এপ্রিল) সংসদে আসেন তিনি। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিও টিভি।
এর আগে, শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটে হেরে যান ইমরান খান। এরপরই প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়েন তিনি।
জানা গেছে, ইমরানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে রোববার (১০ এপ্রিল) রাতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ হয়েছে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান ইমরান বলেছেন, আল্লাহই আমাদের সম্মান বাঁচিয়ে রাখেন।
সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। এ পদের জন্য লড়ছেন বিরোধী দলীয় নেতা ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ এবং পিটিআই নেতা ও বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি।
প্রধানমন্ত্রী নির্বাচন ও সংসদ থেকে দলের প্রতিনিধিদের গণপদত্যাগের বিষয়ে কৌশল ঠিক করতে সভা করবেন ইমরান। সেই সভার জন্যই তিনি সংসদে এসেছেন আজ।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
জেডএ