পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) পক্ষ থেকে শুক্রবার (১৫ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
ইউএনএইচসিআর জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৪৭ লাখ ৯৬ হাজার ২৪৫ জন ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছে। প্রতি ১০ জনের মধ্যে ছয়জন যারা যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন ছেড়েছে।
আর তৃতীয় বিশ্বের প্রায় দুই লাখ ১৫ হাজার নাগরিকও প্রতিবেশী দেশে পালিয়েছে। এ পর্যন্ত ২৭ লাখের বেশি ইউক্রেনীয় প্রতিবেশী দেশ পোল্যান্ডে পালিয়ে গেছে। এছাড়া সাত লাখ ২৫ হাজারের বেশি ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছে রোমানিয়ায়।
ইউএনএইচসিআরের তথ্যমতে- ফেব্রুয়ারিতে ইউক্রেন ছেড়েছে প্রায় ছয় লাখ ৪৫ হাজার ইউক্রেনীয়। মার্চ মাসে প্রায় লাখ এবং এপ্রিল মাসে এখনো পর্যন্ত সাত লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে।
যারা পালিয়ে গেছে তাদের ৯০ শতাংশ নারী ও শিশু।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এনএসআর