ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের অবস্থানের কারণে প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও যুক্তরাজ্য সরকারের পাশাপাশি দেশটির বিরোধী দলও ইউক্রেনের প্রতি জোরদার সমর্থন জানিয়ে আসছে।

ইউক্রেনে আগ্রাসন ও বেসামরিক লোকজনের প্রাণহানির জন্য রাশিয়ার তীব্র নিন্দা করে আসছেন বরিস জনসনসহ শীর্ষ ব্রিটিশ নেতারা। রাশিয়া ইতোমধ্যেই বলেছে, ইউক্রেন বিষয়ে যুক্তরাজ্যের ভূমিকা ‘মনে রাখা হবে’।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং আরও ১০ জন জ্যেষ্ঠ রাজনীতিবিদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। তাদের বেশির ভাগই ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য।

মস্কো বলেছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর ব্রিটেন যে নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরোপ করেছে, তারই পাল্টা হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।

গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।