পশ্চিমা অস্ত্র বহনকারী ইউক্রেনের একটি সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রোববার (১৭ এপ্রিল) এ খবর দিয়েছে বিবিসি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওডেসা শহরের বাইরে এ হামলা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি। আর বিবিসির পক্ষ থেকে স্বাধীনভাবে রাশিয়ার দাবিও যাচাই করা সম্ভব হয়নি।
রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে ইউক্রেনকে বিপুল অস্ত্রসহায়তা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। তাদের আরও অস্ত্র দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন দেশটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
কৃষ্ণসাগরে রুশ বাহিনীর শৌর্যের প্রতীক যুদ্ধজাহাজ মস্কোভা ডুবির পর ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া।
জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ দাবি, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিমান ইউনিটগুলো ইউক্রেনের কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। রুশ বিমানবাহিনী উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের ১৬টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে। ওই ১৬টি সামরিক স্থাপনার মধ্যে ওডেসা অঞ্চলের পোভস্তানস্কো গ্রামে ইউক্রেনের সামরিক যানের ১১টি সংরক্ষণাগারও রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০২২
এমএমজেড