ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মারিউপোল দখলের রুশ দাবি অস্বীকার ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
মারিউপোল দখলের রুশ দাবি অস্বীকার ইউক্রেনের ইউক্রেনের মারিউপোলে রুশ হামলায় বিধ্বস্ত একটি এলাকা

মস্কো ইউক্রেনের মারিউপোল শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিলেও তা অস্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেছেন, মারিউপোল এখনও আমাদের সেনারা লড়াই চালিয়ে যাচ্ছেন।

শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন। খবর বিবিসি

এর আগে রোববার (১৭ এপ্রিল) ইউক্রেনের অন্যতম বৃহত্তম শহর মারিউপোল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় রাশিয়া। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ বলেন, মারিউপোলের শহর রুশ সেনারা নিয়ন্ত্রণে নিয়েছেন। আজভস্তাল ইস্পাত কারখানা অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানে অল্পসংখ্যক ইউক্রেনের সেনা রয়েছেন। তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ইউক্রেনীয় সেনাদের সোমবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টার মধ্যে ওই স্থান ছাড়তে হবে।

বিবৃতিতে তিনি দাবি করেন, এরই মধ্যে ১ হাজার ৪৬৪ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন। এখন ইউক্রেনের অবরুদ্ধ সেনারা যদি যুদ্ধ চালিয়ে যান, তবে তাঁদের জীবন বিপন্ন হতে পারে। আর আত্মসমর্পণ করলে তাদের সুরক্ষা নিশ্চিত করবে রুশ বাহিনী।

অপরদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল এক সাক্ষাত্কারে বলেছেন, দক্ষিণের বন্দর শহর মারিউপোলের এখনও পতন হয়নি। সেখানে অবশিষ্ট ইউক্রেনীয় সেনারা এখনও লড়াই করছেন। আত্মসমর্পণের জন্য রাশিয়ার আলটিমেটাম মানবেন না তারা।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।