ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লেভিভে ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
লেভিভে ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জনের মৃত্যু

লেভিভ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।

 লেভিভ শহর ইউক্রেনের পশ্চিমে অবস্থিত। এ তথ্য জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ম্যক্সিম কোজিস্তকি।

সোমবার (১৮ এপ্রিল) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

জানা গেছে, তিনটি ক্ষেপণাস্ত্র সামরিক অবকাঠামো স্থাপনায় আঘাত হানে। এছাড়া অন্য একটি ক্ষেপণাস্ত্র গাড়ির টায়ার প্রতিস্থাপন স্থাপনায় আঘাত করেছে।

রাশিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে আরআইএ নিউজ এজেন্সি জানিয়েছে, রাশিয়ান বাহিনী ইউক্রেনের ১৮টি নির্দেশনা চৌকিতে (কমান্ড পোস্ট) গোলাবর্ষণ করেছে। ইউক্রেন সেনাবাহিনীর ১৬টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে তারা।

এদিকে, রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের ৮টি সাঁজোয়া যান ধ্বংস করেছে, এছাড়া ইউক্রেনের ৩টি বিমান এবং ১১টি ড্রোন ভূপাতিত করেছে।

শুধুমাত্র গতকাল রাতেই (রোববার) ইউক্রেনের ৩১৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইস্কানদার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চারটি সামরিক কারখানা ধ্বংসেরও দাবি করেছে রাশিয়া।

অভিযোগের কোনোটি স্বতন্ত্রভাবে যাচাই করতে সক্ষম হয়নি সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।