ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সেনা দিবসে (সোমবার) ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। সশস্ত্র বাহিনীর দেশীয় সমরাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শনীতে ইসরায়েলকে এ হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার (১৮ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইব্রাহিম রাইসি বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রতি আমাদের বার্তা হল- আপনারা যদি এ অঞ্চলের কিছু দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান, তবে অবশ্যই জানতে হবে যে আপনাদের ক্ষুদ্রতম আন্দোলনও আমাদের গোয়েন্দা, নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর কাছ থেকে লুকানো নেই।
তিনি বলে, আপনাদের জানা উচিত আপনারা যদি ইরানী জাতির বিরুদ্ধে ক্ষুদ্রতম আন্দোলনও করেন তবে আমাদের সশস্ত্র বাহিনীর গন্তব্য হবে ইহুদিবাদী শাসকদের কেন্দ্রস্থল।
গত মাসে ইরান উত্তর ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইরবিলের একটি স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরবিল গভর্নরের অস্বীকার সত্ত্বেও তেহরান দাবি করে সাইটটি ব্যবহার করছে ইসরায়েল।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
জেডএ