হাইতির রাজধানী পোর্ট-আ-প্রিন্সের ব্যস্ত সড়কে ছোট আকারের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ অন্তত ছয় জনের প্রাণহানি ঘটেছে।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৪টায় পোর্ট-আ-প্রিন্স থেকে বিমানটি জ্যাকমেল শহরের উদ্দেশে যাত্রা করে।
হাইতির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট্ট ওই প্লেনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে উড্ডয়নের ২০ মিনিটের মাথায় বিপদ সংকেত পাঠায়।
সে দেশের প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্লেনটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানকার মেয়র জুড অ্যাডোয়ার্ড পিয়েরে জানিয়েছেন, প্লেন দুর্ঘটনায় ছয় জনের প্রাণ গেছে। পাইলটের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পথে।
সূত্র: রয়টার্স।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এসআইএস