সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সমুদ্র সৈকতের এক রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবার এক কর্মকর্তা।
অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকার আবদি রাহমান বলেন, আমরা ছয় জনের মরদেহ উদ্ধার করেছি এবং গুরুতর আহত সাত জনকে হাসপাতালে নিয়ে গেছি।
জানা গেছে, ওই রেস্তোরাঁয় হামলার সময় সোমালিয়ার একজন পুলিশ কমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে তারা সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের এক কর্মকর্তা।
মোগাদিশুর দক্ষিণে সৈকতে সম্প্রতি যাত্রা শুরু করার পর ‘দ্য প্যাসকেটোরে’ নামের ওই রেস্তোরাঁ সি ফুডের জন্য ভোজনরসিকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের প্রায়ই ওই রেস্তোরাঁয় দেখা যেত।
এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল শাদাব। এ সংগঠনের মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, স্বধর্মভ্রষ্ট হওয়ায় তারা রাজনীতিবিদ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের টার্গেট করেছিলেন।
জঙ্গি সংগঠন আল কায়েদার সহযোগী হিসেবে পরিচিত আল শাদাব মোগাদিশুতে এর আগেও সশস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি এসব হামলা সরকারের বিরুদ্ধে যুদ্ধের অংশ।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
জেডএ