ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সবচেয়ে বেশি সময় করোনায় আক্রান্ত থাকা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
সবচেয়ে বেশি সময় করোনায় আক্রান্ত থাকা রোগীর মৃত্যু ছবি: বিবিসি

সবচেয়ে বেশি সময় ধরে করোনায় আক্রান্ত থাকা রোগী মৃত্যুবরণ করেছেন। প্রায় ১৮ মাস করোনায় ভুগেছেন তিনি।

শেষ পর্যন্ত হার মানলেন সেই রোগী।

ব্রিটেনের ওই রোগীর নাম, বয়স বা তার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ওই রোগীর সম্পর্কে যে তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো- তিনি করোনাভাইরাসের আলফা, গামা, ওমিক্রনসহ ১০টি মিউটেশনের শিকার হয়েছিলেন। তার সংক্রমণের দীর্ঘ ইতিহাস এখন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

করোনা মহামারির সূচনা থেকে এখন পর্যন্ত এত দীর্ঘ সময় ধরে সংক্রমিত থাকার নজির আর কোনো রোগীর নেই।

তার বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, ওই রোগীর রোগপ্রতিরোধ ক্ষমতা মারাত্বকভাবেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।