ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা সংগৃহীত ছবি

ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথোপকথনের সময় আরও সামরিক সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

খবর বিবিসির

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে আরও সাঁজোয়া যান, ড্রোন ও অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র পাঠানো হবে। এছাড়া আগামী সপ্তাহের মধ্যে কিয়েভে পুনরায় দূতাবাস চালু করবে যুক্তরাজ্য।

এর আগে, বরিস জনসন ৩ কোটি ৩০ লাখ ডলারের সাহায্যও ঘোষণা করেছিলেন, যা দিয়ে ইউক্রেনের সেনা ও পাইলটদের বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে জানা গেছে।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি প্রথম সেনা অভিযান চালায় রাশিয়া। এরপর থেকে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এছাড়া মারিওপোলে ব্যাপক হামলা চালানো হয়। মারিওপোলকে বলতে গেলে ধ্বংসস্তুপে পরিণত করেছে তারা।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।