রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
রোববার ওই বিবৃতিতে বলা হয়, ২০১৯ সালে রাশিয়ার সঙ্গে যে সমঝোতা হয়েছে, তার ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন অব্যাহত রয়েছে।
এতে বলা হয়, রাশিয়ার বিষয়ে উত্তর কোরিয়ার নীতিতে পরিবর্তন আসবে না। প্রতিবেশী ও বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে রাশিয়া তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে মস্কোতে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সিন হুং চোল বলেছেন, পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করার জন্য আমেরিকা নানা পদক্ষেপ গ্রহণ করছে। এসব পদক্ষেপ মোকাবেলার জন্য মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সহযোগিতা বাড়ানো হবে।
পূর্ব এশিয়ায় চলমান অস্থিতিশীলতার জন্য ওয়াশিংটন দায়ী মন্তব্য করে তিনি বলেন, কোরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি থাকলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না।
সূত্র: পার্সটুডে
বাঙলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
নিউজ ডেস্ক