ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আজ মন্ত্রিসভায় শপথ নেবেন বিলাওয়াল ভুট্টো 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
আজ মন্ত্রিসভায় শপথ নেবেন বিলাওয়াল ভুট্টো  বিলাওয়াল ভুট্টো 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভায় বিলাওয়াল ভুট্টো জারদারি পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। পিপিপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৩ বছর বয়সী বিলাওয়াল।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বুধবার (২৭ এপ্রিল) ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নেবেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) করাচিতে এক সংবাদ সম্মেলনে শপথ নেওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন সেটি বলেননি তিনি। তবে পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। ১৯ এপ্রিল পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো উপস্থিত ছিলেন। কিন্তু সেদিন শপথ নেননি তিনি। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি। আর তাই মনে করা হচ্ছে বেনজির পুত্রই হচ্ছেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী।

বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তান পিপলস পার্টির ২০০৭ সালে নির্বাচিত সভাপতি হন। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং আসিফ আলি জারদারির একমাত্র পুত্র। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন বিলাওয়াল।  

দেশজুড়ে উত্তেজনার মধ্যে গত ৯ এপ্রিল অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর দায়িত্ব হারান ইমরান খান। এরপর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল–এন সভাপতি শাহবাজ শরিফ।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।