ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

বৃহস্পতিবার সৌদি আরবে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
বৃহস্পতিবার সৌদি আরবে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট 

বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন।

২০১৮ সালে ইস্তাম্বুল কনস্যুলেটে সৌদি আরবের একটি টিম রিয়াদের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করে। ওই ঘটনার পর এটি সৌদি আরবে এরদোয়ানের প্রথম সফর।

ধারনা করা হচ্ছে, সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় রিয়াদের সঙ্গে অবনতি হওয়া সম্পর্ক জোরালো করতেই এরদোয়ানের এ সফর।  

মিশর, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে চায় তুরস্ক। এছাড়া অর্থনৈতিক সহায়তার জন্যও দেশটি অনেক উপসাগরীয় রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে। কারণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মুখে দেশটির অর্থনীতি কিছুটা হোঁচট খেয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।