ইউক্রেনের পক্ষ নেওয়া পোল্যান্ড, বুলগেরিয়াতে বুধবার (২৭ এপ্রিল) গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়া। আর এই সিদ্ধান্তের পর ইউরোপের অন্তত চারটি জ্বালানি সংস্থা সরবরাহ নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে গোপনে বোঝাপড়া করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, জ্বালানির দাম মেটানোর জন্য ইউরোপের অন্তত ১০টি কোম্পানি রুশ জ্বালানি সংস্থা গ্যাজপ্রোমের ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। রুবলের মাধ্যমেই জ্বালানির দাম মেটানোর জন্য এই পদক্ষেপ। এর ফলে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সংশ্লিষ্ট চারটি দেশে রুশ জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ থাকবে।
ইউক্রেন যুদ্ধের শুরতেই রাশিয়া হুমকি দিয়েছিল, ইউক্রেনের পাশে যারা দাঁড়াবে, তাদের ভুগতে হবে।
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
ইইউডি/এমএইচএম