ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিবের সফরের মাঝেই কিয়েভে রকেট হামলা!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
জাতিসংঘ মহাসচিবের সফরের মাঝেই কিয়েভে রকেট হামলা! জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

রাশিয়ার পর ইউক্রেনে সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার এই সফরের মাঝেই দেশটির রাজধানী কিয়েভে রকেট হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব। এ সময় তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমালোচানা করেন। গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনে এই যুদ্ধ প্রতিরোধ ও বন্ধ করার জন্য তার ক্ষমতার সবকিছু করতে ব্যর্থ হয়েছে।  

১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিশেষ করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত। কিন্তু ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে কাজ করতে ব্যর্থ হওয়ায় ইউক্রেন সরকারসহ বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে নিরাপত্তা পরিষদ।  

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। অভিযান এখনো অব্যাহত রয়েছে। এ সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। নিহত হয়েছেন অসংখ্য মানুষ।  

এদিকে পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখারও নির্দেশ দিয়ে রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  
সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।