গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৮৬৩ জন মৃত্যুবরণ করেছেন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬২ লাখ ৬১ হাজার ৩৯১ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইতালিতে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৫৭ জন ও মৃত্যুবরণ করেছেন ১০৫ জন।
অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় রাশিয়া শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যুবরণ করেছেন ১৪৭ জন এবং নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৭ জন।
২০১৯ সালের ডিসেম্বর প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় চীনের উহানে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এসআরএস